গাজী ফরহাদ
লোভ নিয়ে কয়েকটি কথা খুব প্রচলিত – লোভে পাপ , পাপে মৃত্যু । অতি লোভে তাঁতি নষ্ট । এই কথাগুলো চিরন্তন সত্য ।
আমার অফিসের বস টাকলু । বসের মাথার সামনের দিক দিয়ে চুল নেই, দুইপাশে এবং পিছনে সামান্য কিছু চুল আছে।
টাক সমস্যায় তিনি বিভিন্ন ডাক্তার সহ আমাদের অফিসের সকল কর্মকর্তা – কর্মচারীদের সাথে কথা বলেও কোনো ফলাফল পায়নি।
গতকাল রাতে বাসায় বসে টেলিভিশন দেখছিলাম , টেলিভিশনে বিজ্ঞাপন চলছে। হঠাৎ টাক সমস্যা নিয়ে একটা বিজ্ঞাপন আসলো ,
টাক সমস্যায় ভুগছেন , আর টেনশান নয় বাজারে নতুন এসেছে, একদম ১০০% গ্যারান্টি , চুল উঠার জন্য এই তেল টি ব্যবহার করুন। মাত্র অল্প কয়েকঘন্টায় চুল উঠবেই উঠবে।
এই বিজ্ঞাপন দেখে আনন্দে নাচতে ইচ্ছে করতেছে, তাড়াতাড়ি বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে দিলাম, ১ ঘন্টার মধ্যে বাসায় দিয়ে গেলো ।
অফিসে বহুদিন চাকুরী করছি কিন্তু আমার প্রমোশন হচ্ছে না , আমার পরে যারা চাকুরীতে জয়েন করেছে তারা প্রমোশন পেয়ে আমার উপরে। এই তেল টা স্যার কে দিলে নিশ্চিত খুশি হবে, যেহেতু কয়েকঘন্টা পর চুল উঠার গ্যারান্টি দিয়েছে তাহলে পরেরদিন প্রমোশন হয়ে যেতেও পারে।
যথারীতি অফিসে গেলাম ,
— স্যার আপনার জন্য সারপ্রাইজ আছে ।
— কীসের সারপ্রাইজ ?
— স্যার এই নিন, এই তেল টা ব্যবহার করলে মাত্র অল্প কয়েকঘন্টায় চুল উঠবে , গ্যারান্টি ।
—- তাই নাকী , দেখি দেখি।
— এই নিন স্যার।
— বাহ্, যদি চুল উঠে তাহলে তোমাকে আগামীকাল প্রমোশন করা হবে, আমার পক্ষ থেকে এটা তোমার উপহার।
— ধন্যবাদ স্যার।
— ওয়েলকাম।
স্যারের রুম থেকে বের হয়ে একটা নাচ দিলাম, অফিসের কর্মকর্তা – কর্মচারী সকলে অবাক হয়ে তাকিয়ে আছে।
— আরে ভাই কী হলো ? এত খুশি যে ? খুশি তে নাচানাচি শুরু করে দিলে।
— আরে দেখবে দেখবে, আগামীকাল সব দেখবে৷
অফিস শেষ করে বাসায় আসলাম, আহ্ খুশিতে একদম অবস্থা খারাপ ।
ঘুমাতে গিয়েছি খুশিতে ঘুম আসছে না ।
সারারাত সকালের অপেক্ষায় ছিলাম , না ঘুমিয়ে রাত কাটিয়ে দিলাম । তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম।
অফিসে ডুকে সবে মাত্র নিজের ডেস্কে এসে বসলাম সাথে সাথে স্যারের ডাক।
স্যারের রুমে প্রবেশ করবো, মনে আনন্দ আর খুশি দেখে কে।
— স্যার আসতে পারি ?
— আসেন… আসেন।
—- একি স্যার আপনার বাকী চুল গুলো কোথায় ?
— কোথায় তাই না, ঐ টাকলু ছিলাম ভালোই তো ছিলাম । তুই আমারে কী তেল দিছোস, আমার মাথায় বাকী যে চুল গুলো ছিলো সেগুলোও উঠে গিয়েছে।
— স্যার বিজ্ঞাপনে তো চুল উঠার ১০০% গ্যারান্টি দিয়েছে ।
— হ্যাঁ চুল তো উঠেছে, মাথায় যে বাকী চুল গুলো ছিলো সেগুলো তো উঠে গেছে। এখন তোকে প্রমোশনের পরিবর্তে এই অফিস থেকে বরখাস্ত করা হলো। এই নে তোর তেল, এখনি অফিস থেকে বের হবি নয়তো তেল গুলো তোর চুলে মালিশ করবো বলে দিচ্ছি ।
— স্যার একটু…
—- কোনো কথা না, যাবি নাকী তেল গুলো তোর মাথায় মালিশ করবো ?
—- জি স্যার যাচ্ছি ।।
দুঃখ ভরা মন নিয়ে স্যারের রুম থেকে বের হয়ে দেখলাম অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী দরজার সামনে দাঁড়িয়ে আছে, স্যার যেভাবে চেচামেচি করলো আসারি কথা।
— কী ভাই এই জন্য কী গতকাল নাচানাচি করেছেন ?
—…..
দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে রাস্তায় পাগলের মতো হাঁটছি। না বুঝে কেনো যে বিজ্ঞাপন থেকে পণ্য কিনলাম। অতি লোভে তাঁতি নষ্ট
লোভে পাপ পাপে মৃত্যু , এই কথা গুলো চিরন্তন সত্য৷
gaziforhad.gf@gmail.com
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: 69TH เว็บสล็อตออนไลน์
Pingback: ข่าววิทยาศาสตร์
Pingback: Jav
Pingback: นำเข้ามอเตอร์ โบลเวอร์
Pingback: จำนำรถ