শামীমুর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
১১ই আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন কর্তৃক বিভিন্ন ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবান, ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
এসময় প্রত্যেক পরিবারের মাঝ ৫ টি মাস্ক, ১ কেজী ব্লিচিং পাউডার, ২ টি সাবান বিতরন করা হয়। বিতরন কার্যক্রম উদ্বোধন করেন ৭ নং হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহম্মদ ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব ইসমাঈল হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য ফেরদৌস বেগম, ইউপি সদস্য জালাল আহাম্মদ, সাপ্তাহিক আলোর দিশারী ও সিএন নিউজ বিশেষ প্রতিবেদক শামীমুর রহমান, অফিস সহায়ক পেয়ার আহম্মদ সুমন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: mk8
Pingback: รับงานเอง
Pingback: เน็ตบ้าน ais