মিজানুর রহমান সুজন,ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মসিংহের ফুলপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের স্কাউট সদস্যরা মিলে তৈরি করছে ভাসমান বীজতলা। মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকরা দ্বিতীয় দাফায় ক্ষতিগ্রস্ত দীর্ঘস্থায়ী বন্যায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বীজতলা। এমতাবস্থায় কৃষকদের চোখেমুখে হতাশার ছাপ। ঠিক সেই সময় উপজেলা কৃষি বিভাগের সহায়তায় বন্যাদূর্গত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রায় তিন একর জায়গায় নাবি জাতের ধানের বীজতলা তৈরী করছে ফুলপুরের স্কাউটরা।
এই সম্পর্কে গ্রুপ স্কাউট লিডার তাসফিক হক নাফিও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অাহবানে সারা দিয়ে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ভাসমান বীজতলা তৈরীর কাজ করে যাচ্ছি আমরা। আশা করছি ফুলপুরের কৃষকদের আবাদি জমি পতিত থাকবে না।”
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: Forex Broker Rankings
Pingback: โบลเวอร์ kruger
Pingback: สมัครกิฟฟารีน
Pingback: Villa for Rent in Phuket
Pingback: bitcoin news