ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাংলোর কনফারেন্স রুমে আইকিউএসি’র আয়োজনে দিনব্যাপী “ওয়েবনার অন ইফেকটিভ ট্রিচিং স্ট্রাটিজিক ফর ইউনিভার্সিটি টিচার” শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার ড. মোঃ সেলিম তোহা।
ভার্চুয়াল সেমিনারে রির্সোস পারসনের বক্তব্য রাখেন ভারতের দিল্লির বিখ্যাত জহুরুলাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইস্ট্রোরিক্যাল স্টাডিজ স্কুল অব সোস্যাল সায়েন্স এর অধ্যাপক ড. জ্যোতি আতোয়াল। দিনব্যাপী এ ভার্চুয়াল সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নব্বই এর অধিক শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়া ভার্চুয়াল সেমিনারে উপস্থিত ছিলেন প্রক্টর ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, ড. মাহবুবর রহমান, রেজিস্ট্রার(ভারঃ) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: แทงหวย
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: ktvvip
Pingback: personal trainer bangkok