প্রচ্ছদ / প্রচ্ছদ / নারী” আল-আমিন শাহেদ

নারী” আল-আমিন শাহেদ

সিএন নিউজ২৪.কম ।

নারী-
তুমি করো ছলনা
সত্য কথা বলো না।

নারী-
তোমার প্রয়োজনে করো ব্যবহার
কাজ শেষে জানাও তুমি ধিক্কার।।

নারী-
তুমি করো ছলনা
সত্য কথা বলো না।

নারী-
আজ পর্যন্ত যারা তোমায় চিনল না
আজীবন পেয়ে যাবে তুমি যন্ত্রনা।।

নারী-
তুমি পড় শাড়ি
হাতে দাও চুড়ি
তাহাতেই যে ছলনার ঝুড়ি।।

নারী-
তুমি করো ছলনা
সত্য কথা বলো না।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৭ মন্তব্য