গাজী ফরহাদ
কাঁচা মরিচের ঝালে পুরো বাজার জ্বলে যাচ্ছে , এইদিকে ফায়ার সার্ভিসের আসার কোনো খবর নেই !
ফায়ার সার্ভিস এসেও মনে হয় না এই আগুন নিভানোর জন্য সক্ষম হবে !
দেখলাম বড়লোকের বেটা-বেটিরা কাঁচা মরিচের আগুনে হাত দিয়ে দেখে কয়েকটা নোট বের করে আগুন নিভিয়ে ব্যাগে ডুকিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটছে ! এইদিকে ফায়ার সার্ভিস ছাড়া বড়লোকের বেটা-বেটিরা কীভাবে আগুন নিভালো তা দেখার জন্য ভীড় জমিয়েছে মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর লোকেরা ৷
তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আর দুঃখ ভরা ক্লান্ত মনে হাসছে ।
দেখলাম মধ্যবিত্তদের মাঝ থেকে ২ জন কাঁচামরিচের আগুনের দিকে এগিয়ে যাচ্ছে, সাহস করে গরিব শ্রেণীর লোকেরা প্রবেশ করতেই আগুনের স্পিড আরও বেড়ে গেলো তাড়াতাড়ি দৌড়ে নিরাপদ আশ্রয়ে এসেছে গরিব শ্রেণীর লোকেরা। মধ্যবিত্ত থেকে যে ২ জন গিয়েছে তারা অল্প কয়েক টাকার নোট বের করে সামান্য কয়েকটি জলন্ত মরিচ হাতে নিয়ে ভালোভাবে দেখে তাড়াতাড়ি ব্যাগে ডুকিয়ে হাঁটার শুরু করলো।
এইদিকে যারা প্রতিদিন কাঁচা মরিচ আর এক টুকরো পেঁয়াজ খেয়ে দিন পার করতো আজ তারা ফার্মের মুরগি অনায়েসে চিবিয়ে খাচ্ছে ।
একদিকে সুবিধা হলো কাঁচা মরিচের চেয়েও ফার্মের মুরগির দাম অনেক কম । তাই অনেকে কাঁচা মরিচ খাবারের তালিকা থেকে বাদ দিয়ে মুরগিকে আপন করে নিয়েছে।
বেশকয়েকবার কাঁচা মরিচের দাম বেড়েছে , এমন দাম বেড়েছে কাঁচা মরিচের ঝালে পুরো বাজার জ্বলে যাচ্ছে । প্রতিবাদ করেও লাভ নেই ! যেখানে ফায়ার সার্ভিস আসে না সেখানে প্রতিবাদ করেও কাঁচা মরিচের আগুন নেভানো সম্ভব না।
জানা নেই,
কাঁচা মরিচের আগুন কবে নিভে যাবে , তবে এতটুকু বলা যায় নিভানো গেলেও কয়েকদিন পর আবার দাম বেড়ে যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: pop over to these guys
Pingback: winita registrazione passo dopo passo
Pingback: Buy Villa Phuket
Pingback: Visionary products