
এস আই ইমরান-
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ বরিশাল জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটি। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০:০০ টায় একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান সংগঠনটি।
কমিটিরঃ-আহ্বায়ক-মোঃ তানভীর আহমেদ,
সদস্য সচিব-মোঃ আব্দুল আলীম,যুগ্ম আহ্বায়ক-মোঃ তানভীর আহমেদ,মোঃ তুহিন,মোঃ মিঠু,প্রিন্স সর্দার,আবুল হাসান,তৌসিফ রাফি,মীর শরিফুল ইসলাম, মামুন হাওলাদার, বেলাল হোসেন,আবু তালেব প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন,আগামী ছয় মাসের জন্য সবুজ বাংলাদেশ বরিশাল জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হইলো। কার্যক্রমের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।সবুজ বাংলাদেশ পরিবেশ, কৃষি, মাদকবিরোধী আন্দোলন, এবং যুব উন্নয়ন নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুনদের অংশগ্রহণে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: ออกแบบตกแต่งภายในบ้านหรู
Pingback: 悅刻
Pingback: VG98
Pingback: rkk42
Pingback: pgbetflik