মিজানুর রহমান সুজন
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নিহত ৮ এবং আহত হয়েছে ৬ জন। মঙ্গলবার সকালে ভালুকা থেকে নালিতাবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ফুলপুর উপজেলার বাশাঁটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। মাইক্রোবাসে থাকা যাত্রীরা ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে স্বজনের জানাজায় অংশ নেওয়ার জন্য নালিতাবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করেছিল।
জানাজায়, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালকসহ মোট ১৪ যাত্রীর মধ্যে ৮জনকে নিহত ও ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের কাইচাঁন গ্রামের মিলন (৬০), বেগম (৩০) ও বুলবুলি (৫) এবং গফরগাঁও উপজেলার মশাখালি গ্রামের পারুল বেগম(৪৫), রেজিয়া (৭০), রিপা (২৫), শামছুল হক (৬০) ও নবী হোসেন (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজী।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: เน็ต ais
Pingback: бюстгальтер-бралетт
Pingback: Go X Loyola Maroon
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: clothing manufacturer
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: altogel
Pingback: Ulthera