আফজাল হোসাইন মিয়াজী:-
কুমিল্লার নাঙ্গলকোটে চেহরিয়া রক্তিম সূর্য সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, মাঈনুদ্দীন মঞ্জু, প্রাক্তন সভাপতি নিজাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি সোলাইমান সবুজ, সেক্রেটারি তারিক হাছান শাওন,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পরাগ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বাবলুসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
গ্রামের মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ ও বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ শেষে সাধারণ সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: casinozeusonline bono sin depósito
Pingback: แทงหวยที่ มูเตลู 789
Pingback: Ulthera