প্রচ্ছদ / ঢাকা / সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

এস আই ইমরান-

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হলো মানবিক সংগঠন সবুজ বাংলাদেশ এর প্রধান কার্যালয়। এতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। তারা সবাই মানুষের কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আজ শনিবার রাজধানীর মিরপুরস্থ মেরিমেন্ট কমিউনিটি সেন্টারে এক আনন্দঘন পরিবেশে কার্যালয়টি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এক্টিভ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,একাত্তর টিভির সংবাদ পাঠিকা ও কবি আবৃত্তি শিল্পী ফারজানা করিম, প্রধান বক্তা ছিলেন, বীমা কল্যাণ সোসাইটির সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম।

সবুজ বাংলাদেশ এর সভাপতি শাহীন আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন, সবুজ বাংলাদেশ সহ-সভাপতি মহিউদ্দিন বিকম।

আলোচনা শেষে অনুষ্ঠানের উদ্বোধক ফারজানা করিম ফিতা কেটে সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করেন।

উল্লেখ্য,সবুজ বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী টিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২৭টি লাশ দাফন করে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোটে চক্রলোদী খিলপাড়া সঃ কঃ পরিষদের কমিটি গঠন সভাপতি শাহিন সাঃ সম্পাদক মানিক

নিজস্ব প্রতিবেদকঃ- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের জনপ্রিয় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, চক্রলোদী খিলপাড়া দক্ষিণ সমাজ …