প্রচ্ছদ / খুলনা / নড়াইলে শিশু ধর্ষক অপু’র ফাঁসির দাবিতে ঊষার আলোর মানববন্ধন

নড়াইলে শিশু ধর্ষক অপু’র ফাঁসির দাবিতে ঊষার আলোর মানববন্ধন

নড়াইল সংবাদদাতা

নড়াইল পৌরসভার উজিরপুরে ৪ বছরের শিশু ধর্ষণকারী বখাটে অপু বিশ্বাসের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঊষার আলো সমাজকল্যাণ সংঘ, নড়াইল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নড়াইল জেলা আলাদত চত্বরে বেলা ১০.৩০ মিনিটে কয়েক’শ লোকের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ধর্ষকের ফাঁসি চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে ঊষার আলোর সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য এ্যাডঃ রওশন আরা কবির লিলি, জেলা পরিষদ সদস্য নাজনীন সুলতানা রোজী, ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডঃ কাজী বশিরুল ইসলাম, ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা বি.এম মাহাবুর রহমান, ঊষার আলোর যুগ্ম সম্পাদক রিফাত শরীফ সহ নড়াইলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, দেশে একেরপর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে শিশুধর্ষণও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। অথচ, ধর্ষিতার পরিবার ন্যায্য বিচার পাচ্ছে না। সোনার বাংলাকে ধর্ষণমুক্ত করতে হলে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাহবুবুর রহমান বলেন, এ দেশের আনাচে কানাচে শাহেদ -পাপিয়ার মতো বহু পাপী লুকিয়ে রয়েছে। যার ফলে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। নড়াইলে চার বছরের শিশুকে ধর্ষণকারী অপুর যে জঘন্য কাজ করেছে, আমরা তার বিচার তথা ফাঁসি চাই। আমরা জানতে পেরেছি ধর্ষককে প্রতিবন্ধী সাজিয়ে জামিনে বের করার ষড়যন্ত্র চলছে। যদি তাই হয়, তাহলে আমরা আবারও রাজপথে নামবো।

উল্লেখ যে, নড়াইল পৌরসভার উজিরপুরে গত রবিবার সকাল ১০.০০ টার দিকে ৪ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের শিশির বিশ্বাসের পুত্র অপু বিশ্বাস। তারপর সোমবার পুলিশ ধর্ষক অপুকে আটক করে জেলহাজতে প্রেরণ করে।

আরও জানা যায়, ধর্ষিতা কন্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধর্ষিতার পরিবার উপযুক্ত বিচার চেয়েছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য

  1. Pingback: sa789

  2. Pingback: Houten in beeld

  3. Pingback: จำนำรถ

  4. Pingback: geek bar supplier