নারায়ণগঞ্জ সদরের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের এসি বিস্ফোরণ হয়ে অন্তত অর্ধশত দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে আনা হয়।
জানা যায়, এশার নামাজ চলাকালীন সময়ে মসজিদে থাকা ৭/৮টি এসি একসাথে বিস্ফোরিত হয় সাথে সাথে মসজিদের পাশে থাকা একটি ট্রান্সফর্মারও বিস্ফোরিত হয়। এতে মসজিদে থাকা মুসুল্লিরা ঝলসে যায়।
নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তাররা জানান, বিস্ফোরণের পরপরই এখানে আনা অনেক রোগীরই শরীরের ৬০-৯০ শতাংশ পুড়ে গেছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: ร้านตัดแว่น ใกล้ฉัน
Pingback: Digital Download Clip Art PNG
Pingback: Mega Moolah
Pingback: เน็ต ais
Pingback: play officially
Pingback: ยางยอย
Pingback: 78win
Pingback: รับจด อย