নিজস্ব প্রতিবেদকঃ
নাঙ্গলকোট উপজেলায় ১১ নং জোড্ডা ইউনিয়ন পূর্ব বঙ্গবন্ধু আদর্শিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
কৈইরাশও শংকরপুরগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আদর্শিক ফোরামের সম্মানিত উপদেষ্টা আবুল কালাম আজাদ তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মো:শাহাদাত হোসেন সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোড্ডা ইউনিয়ন পূর্ব আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলী আক্কাছ তালুকদার,বঙ্গবন্ধু আদর্শিক ফোরামের উপদেষ্টা ডাঃআবুল হাসেম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বঙ্গবন্ধু আদর্শ প্রোগ্রামের যুগ্ন সাধারন সম্পাদক আলী আজগর মিয়াজী,জাগো মানবতার সেবার প্রতিষ্ঠাতা সভাপতি আলী হায়দার মাসুদ,প্রচার সম্পাদক ওমর ফারুক পলাশ,বাঙ্গবন্ধু আদর্শিক ফোরামের সম্পাদক মন্ডলীর সদস্য নুরুন্নবী মজুমদার,ওমর ফারুক মিয়াজী,ইসমাইল হোসেন জীবন,গাজী মোঃ মনিরুজ্জামান মনির,মোঃরিয়াদ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সাধারণ সম্পাদক বদিউল আলম রাজু।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: blazing crown
Pingback: บริการพ่นฉนวนพียูโฟม
Pingback: ไก่ตัน
Pingback: ศูนย์รวม น็อต สกรู สลักภัณฑ์
Pingback: เน็ตบ้าน ais
Pingback: EA Forex
Pingback: ระบบส่ง SMS