অনলাইন ডেস্কঃ
জানা গেছে, ছেলে ইয়ামিন সিনান আরামবাগের আল করিম আন্তর্জাতিক মাদ্রাসার ছাত্র। তিনি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করেন। ঘটনার দিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।
এদিকে মা ঝর্ণা আক্তারের ছেলের ক্রিকেট খেলার সেই ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা সামনে এলেও সন্তানের আবদার রক্ষা করে তাকে আনন্দ দেওয়ার জন্য বোরকা পরা অবস্থায়ও ক্রিকেট খেলেছেন বলে সব সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন মা ঝর্ণা আক্তার।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: ดูหนังใหม่
Pingback: แทงบอล 7 สี ที่ LSM99 มีสถิติให้ดูครบ
Pingback: Villa for Rent in Phuket
Pingback: บูธผ้า
Pingback: ems 89