নিজস্ব প্রতিবেদক :
গাছে গাছে ভরবে দেশ,আমার সোনার বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে, কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানার বিভিন্ন ইউনিয়নে পালিত হয়েছে বৃক্ষ রোপণ কর্মসূচি।
এর অংশ হিসেবে বৃহত্তর আদ্রা ইউনিয়নে ভোলাইন বাজারে আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বিকাল ৪ঘটিকার সময় কর্মসূচি পালন করে নব জাগরন সমাজকল্যাণ সংস্থার নেতা কর্মীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট থানার নব জাগরন সমাজকল্যাণ সংস্থার আহ্বায়ক মোঃ ওমর ফারুক আল নিজামী,
এবং নাঙ্গলকোট থানার নব জাগরন সমাজকল্যাণ সংস্থার সদস্য সচিব ফযসাল আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদ পুর বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা রিজওয়ান মজুমদার গিলবাট,
আদ্রা উত্তর ইউনিয়নের বিশিষ্ট রাজনৈতিকবিদ সহিদ উল্যাহ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএন নিউজ২৪ ডট কম এর বার্তা সম্পাদক মহসিনুর রহমান সজিব, সিএননিউজ২৪ ডট কম এর প্রধান প্রতিবেদক, ওমর ফারুক মজুমদার সহ নবজাগরণ সমাজকল্যান সংস্থার সদস্য বৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: รับจดทะเบียนสมรสกับชาวต่างชาติ
Pingback: fox888
Pingback: Sweet Bonanza Slot
Pingback: ethanol burner stainless steel
Pingback: BETFLIX