সাজেদুর আবেদীন শান্তঃ
গুণী লেখক ও সম্পাদক, সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের দাতা পরিবারের সদস্য জামিল আখতার বীনুর মৃত্যুতে শোকসভা করেছে সোনাতলা উপজেলার সামাজিক সংগঠন আলোর প্রদীপ।
শুক্রবার বিকেলে সোনাতলার কাবিলপুর গ্রামে অনুষ্ঠিত এ শোকসভায় সভাপতিত্ব করেন আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এম এম মেহেরুল।
শোকসভায় বক্তব্য রাখেন সোনাতলা থিয়েটারের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, বাঙালি বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন, দি অল্টারনেটিভ ইয়্যুথ ফোরামের সমন্বয়কারী আবু মান্নাফ খান সৈকত, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন,আলোর প্রদীপের সদস্য আরিফ হোসেন সঞ্চয়। বেগম জামিল আখতার বীনুর স্মৃতিগাঁথা পাঠ করেন বোরহান উদ্দীন হাসিব। অনুষ্ঠান সঞ্চালন করেন আলোর প্রদীপের তথ্য ও প্রকাশনা উপ-কমিটির সভাপতি সাজেদুর আবেদীন শান্ত। দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোকসভার কর্মসূচি সমাপ্ত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: หวยนาคา
Pingback: pinco türkiye
Pingback: sweet bonanza spielen
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: เรียนภาษาที่จีน 1 ปี
Pingback: เอเจนซี่ศัลยกรรมจีน