প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোট আফছারুল উলুমে জাতীয় শিশু দিবস উদযাপন

নাঙ্গলকোট আফছারুল উলুমে জাতীয় শিশু দিবস উদযাপন

মুহিব্বুল্লাহ আল হুসাইনী (সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক)

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আজ রবিবার ; নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা ও দুআ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র মাদরাসার অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি এ এম এম আবদুল কাদের, প্রধান অতিথি অধ্যক্ষ আবু ইউসুফ, বিশেষ অতিথি একেএম মনিরুজ্জামান সাবেক মেয়র নাঙ্গলকোট পৌরসভা, সিনিয়র প্রভাষক মোঃ ইসহাক ফারুকীসহ অন্যান্য অতিথিগণ।

অত্র মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলী হোসাইনের মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য

  1. Pingback: brians club

  2. Pingback: clothing manufacturer

  3. Pingback: essentials

  4. Pingback: Ulthera ราคา

  5. Pingback: ccgroup.kz

  6. Pingback: เด็กเอ็น