অনলাইন ডেস্কঃ
‘নব্বইয়ের স্বৈরাচার (জাতীয় পার্টি) আর বর্তমানের স্বৈরাচার, দুই মিলে তৈরি হয়েছে বড় স্বৈরাচার। তারা এখন দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, ‘৯০ এ যারা স্বৈরাচারী সরকার ছিল। জনগণের রক্তের ওপর দিয়ে যাদের পতন হয়েছে- সেই স্বৈরাচাররা আজকের সংসদে গৃহপালিত বিরোধীদল। এ দেশে ভারতীয় দালালের কোনো ঠাঁই হবে না।’
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক কর্মচারীর সকল বকেয়া বেতন ও এককালীন পরিষদের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নরুল হক নূর বলেন, ‘এই যে অগণতান্ত্রিক সরকার এদেরকে ক্ষমতায় রাখা যাবে না। এদের ক্ষমতা থেকে নামিয়ে দিতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে।’
তিনি বলেন, ‘এ দেশে ভারতীয় দালালের কোনো ঠাঁই হবে না। যারা এ দেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’
নুরুল হক নুর বলেন, ‘শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই তারা পাটকল শ্রমিকদের অধিকার আদায়ে রাজপথে নেমেছে। তারা অন্যান্য রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের মতো টাকা পকেটে ঢোকানোর জন্য আন্দোলনে নামেনি। তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কার্যকর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। আমরা পাটকল শ্রমিকদের হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান। আমার বিশ্বাস আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি দলমত নির্বিশেষে আপনাদের পাশে দাঁড়াবে।’
এ সময় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: แทงบอล 7 สี ดูบอลสดฟรี TV
Pingback: Book of Ra online
Pingback: HL789
Pingback: play
Pingback: sp2s