প্রচ্ছদ / চট্টগ্রাম বিভাগ / উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার

উখিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার

কামাল সিকদার, সিএন নিউজ কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ মধুরছড়া পাহাড়ের গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং অস্ত্র উদ্ধার সহ ০২ জন অস্ত্র তৈরির কারিগরকে গ্রেফতার করেছে র‌্যাব -১৫।

র‌্যাব-১৫ গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নস্থ মধুছড়া পাহাড়ের গভীর জঙ্গলে কিছু দুস্কৃতিকারী অস্ত্র তৈরি ও সরবরাহের উদ্দেশ্যে সংঘবদ্ধ ভাবে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব – ১৫ কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়ন জামতলী বাজার টু পুরাতন মুছারখােলার রাস্তা থেকে অনুমান আধা কিলােমিটার উত্তরে মধুছড়া পাহাড়ের গভীর জঙ্গলে আবু মজিব (৫১) এর নির্মিত টিনের ঘরের সামনে উপস্থিত হলে ৫/৬ জন দুষ্কৃতিকারী একটি টিনের তৈরী ঘরের সামনে জড়াে হয়ে অস্ত্র-সস্ত্র খােলা জোড়া করছে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। আনােয়ার (৫০), পিতা- মৃত মােখলেছুর রহমান, মাতা-মৃত শুকুর বিবি, সাং-মৌলভীকাটা,মহেশখালী, ওয়ার্ড নং-৩, ইউনিয়ন -শাপলাপুর, ২। আসামী মােঃ এখলাছ (২৫),পিতা- আবুল কালাম, মাতা- সুফিয়া খাতুন, সাং-মগরিকাটা, ওয়ার্ড নং-২, ইউনিয়ন – নতুনবাজার, উভয় থানা মহেশখালী, জেলা-কক্সবাজার এবং তাদের সহযােগী ০৪ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, পলাতক ৩নং আসামী আবু মুজিব (৫১) গোপনে আগ্নেয়াস্ত্র তৈরির উদ্দেশ্যে নির্জন পাহাড়ের ঘটনাস্থলের বর্ণিত টিনের ঘরটি নির্মাণ করেন এবং গ্রেফতারকৃত দুইজন আসামীসহ পলাতক ০৩ জন আসামীদেরকে অস্ত্র তৈরির কারিগর হিসেবে নিয়ে আসে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধূত আসামীদের দেহ এবং ঘটনাস্থল তল্লাশি করে ০৩ টি দেশীয় ওয়ানশুটারগান পাওয়া যায় যা তারা উক্ত ঘটনাস্থলে তৈরি করেছে এবং বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: Sweet Bonanza Slot

  2. Pingback: ไก่ตัน

  3. Pingback: Aster Airdrop