মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলাদেশের স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিনে জবি ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক সম্পাদক সৈকতুর রহমান নিজের জমানো টিউশনির টাকায় অসহায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন।
এবিষয়ে সৈকতুর রহমান বলেন, “বঙ্গবন্ধুর মতো ব্যক্তিরা সব সময় জন্ম নেয় না।শত বছর বা হাজার বছরে একজন বঙ্গবন্ধু জন্ম নেয়। বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই জাতির জনকের জন্ম দিনে নিজের জমানো টিউশনির টাকা দিয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে একবেলা খাবার তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। প্রত্যেক স্বচ্ছল ব্যক্তির যদি দ্ররিদ্র অসহায় এসব মানুষের পাশে দাড়াত তাদের মুখে একবেলা খাবার তুলে দিতো তাহলে অসহায় এসব মানুষকে না খেয়ে থাকতে হতো না।”
উল্লেখ্য যে,সৈকতুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ৭ম ব্যাচের ছাত্র।তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক সম্পাদক।এছাড়াও তিনি জবি নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদের সাবেক সভাপতি। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের সন্তান।তিনি বিভিন্ন সময়ে নানারকম সমাজিক কাজ করে নিজেকে একজন জনবান্ধব ছাত্রনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।
এদিকে আজ রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের মাগফেরাত কামনা করে দোয়া করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাহ উদ্দীন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন নানা আয়োজনে সারা দেশব্যাপী পালিত হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: แผ่นดินเหนียวสังเคราะห์
Pingback: av
Pingback: старда казино отзывы
Pingback: ยูฟ่าเบท เว็บตรง อันดับ 1
Pingback: Thai Massage Manhattan