প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে নাঙ্গলকোটে খিদমাতুল উম্মাহ বাংলাদেশ’র মানববন্ধন

সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে নাঙ্গলকোটে খিদমাতুল উম্মাহ বাংলাদেশ’র মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:

নোয়াখালীতে বিবস্ত্র করে নারীর উপর বর্বর নির্যাতন ও এমসি কলেজ সহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা তিনটায় কুমিল্লার নাঙ্গলকোট পৌর সদরের বটতলায় খিদমাতুল উম্মা বাংলাদেশ ও পৌর ইমাম সমিতির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে স্বাগত বক্তব্য রাখেন খিদমাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরি পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা সোলাইমান সহ খিদমাতুল উম্মাহ বাংলাদেশের নেতৃবৃন্দ এ সময় বক্তারা সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে যেসকল অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি তাদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা, পরে শিহাব ওয়াহিদ দারুল কুরআন ওয়ালিয়া একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবুল হাশেমের সমাপনী বক্তব্য এবং দুআ-মুনাজাতের মাধ্যমেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষনা করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …