নিজস্ব সংবাদদাতা:–
নোয়াখালীসহ সারা দেশে চলমান ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় বয়েস ক্লাবের উদ্যোগে খিলা নাঙ্গলকোট সড়কের পদুয়ারপাড়ে শুক্রবার বিকাল ৪ টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বয়সে ক্লাবের সভাপতি কামরুজ্জামান (সুমন) সাধারণ সম্পাদক মোঃ খোকন, জাবের মাহমুদ, হারুন রশীদ, জিয়া বিপ্লব, ছাত্রনেতা কামরুজ্জামান, প্রমূখ।
এ সময় তারা সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দ্রুত সময়ের মধ্যে যেসকল অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি তাদের আইনের আওতায় আনার জোড় দাবি জানান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Climax789 รวมเกมจากค่ายชั้นนำ
Pingback: ติดต่อ ALPHABET-ISC
Pingback: พลาสติกปูพื้นก่อนเทคอนกรีต
Pingback: ตรวจสอบสลิปโอนเงิน
Pingback: เว็บตรง สล็อต
Pingback: สินค้ากิฟฟารีน