শামীমুর রহমান, নাঙ্গলকোটঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখালে ইউনিয়নে পাটোয়ার গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহার পেয়ে মৃত: আব্দুল আলীর স্ত্রী মতিজান বেগম আত্মহারা হয়ে পড়েন।
নাঙ্গলকোট উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগের অধীনে দুর্যোগ সহনীয় বাসগৃহটি নির্মাণ করা হয়।
মতিজান বেগম ঘরটি পেয়ে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল,উপজেলা প্রকল্প অফিসার শামীমা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূঁইয়া, হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Christian Devotional
Pingback: ร้านขายแว่นตา
Pingback: 電子煙
Pingback: เครื่องออกกำลังกายกลางแจ้ง
Pingback: เช็คสลิปโอนเงิน
Pingback: bio ethanol burner steel
Pingback: mawinbet