সাজেদুর আবেদিন শান্তঃ
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শাহ সারোয়ার কবির ঘোড়া প্রতিকে।
সাঘাটা উপজেলায় জাহাঙ্গীর কবীর ঘোড়া মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ফুলছড়ি উপজেলায় নৌকা মার্কা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে জি এম সেলিম পারভেজ নির্বাচিত হয়েছে।
পলাশবাড়ি উপজেলায় নৌকা মার্কা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী সাহারিয়া খাঁন বিপ্লব ৩২৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মোটরসাইকেল প্রতীক প্রার্থী শাহ্ মো. ফজলুল হক রানা ভোট পেয়েছেন ৩০৫৬০ পেয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: fox888
Pingback: โบลเวอร์ kruger
Pingback: Jav
Pingback: 一次性電子煙
Pingback: ล้างแอร์