প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / BIEA নাঙ্গলকোট শাখার কমিটি ঘোষণা সম্পন্ন

BIEA নাঙ্গলকোট শাখার কমিটি ঘোষণা সম্পন্ন

সিএন নিউজ নিজস্ব প্রতিবেদক ঃ

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন নাঙ্গলকোট শাখায় কমিটির অভিষেক অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে ঘোষণা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠানটি শুরু করে দুপুর ১টায় সম্পন্ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান মোঃ সামছু উদ্দিন কালু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, কুমিল্লা,নোয়াখালী, ফেনী শিল্প কেন্দ্র। প্রকৌশলী রাশেদুল ইসলাম, প্রকৌশলী মাসুদ রানা, জনাব প্রকৌশলী এ বি এম মহসিন উদ্দিন,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোটের পৌর মেয়র আবদুল মালেক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রকৌশলী আশিকুর রহমান, সদস্য জাতীয় পরিচালক পরিষদ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন এবং নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী রোটা.মেহরাজুল ইসলাম, সভাপতি, বি.আই.ই.এ নাঙ্গলকোট উপজেলা কমিটি।

অনুষ্ঠানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং এসোসিয়েশন এর গুরুত্ব তুলে ধরেন তারা। ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন সম্পন্ন করার জন্য বাংলাদেশ ইন্জিনিয়ারদের প্রতিশ্রদ্ধাশীল হওয়ার জন্য অনুরোধ করেন তারা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …