নিজস্ব প্রতিনিধি:-
১৬ ই সেপ্টেম্বর বুধবার Environment & Children Rights Save Organizations
(ECRSO) এর প্রথম মাসিক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রেসিডেন্ট, ভাইস -প্রেসিডেন্ট, জেনেরাল সেক্রেটারি, ডিভিসন হেড, হেড অব পাব্লিক রিলেশন সহ মেম্বারবৃন্দগণ।
সভায় সবার সর্বসম্মতিক্রমে কিছু বিষয়ের উপর গুরুত্বআরোপ করা হয়। তারা বলেন আমাদের সংস্থার প্রথম ও প্রধান বিষয় হলো পরিবেশ ও শিশু ।
যার ফলে কার্যক্রম অবশ্যই পরিবেশ ও শিশু কেন্দ্রিক হবে । তবে সর্বসাধারনের কাছে সংস্থাকে পরিচয় করিয়ে দেয়ার লক্ষে একটা ম্যাগাজিন ও একটা ইভেন্ট নিয়ে ইতিমধ্যেই আমরা কাজ শুরু করেছি । পাশাপাশি সংস্থার কার্যক্রম আরোও বেগবান করাার জন্য কিছু সুনির্দিষ্ট বিষয়ের উপর জোরালো একাত্বতা প্রকাশ করা হয়েছে।
আর প্রত্যেক মেম্বারদের আশে-পাশে থাকা হতদরিদ্র থেকে মধ্যবিত্ত যারা আছে আর্থিক সমস্যার কারনে উন্নত চিকিৎসা সেবা থেকে দূরে আছে, তাদের জন্য সংস্থার পক্ষ থেকে যথাসম্ভব সাহায্য করা হবে । যাতে করে একটি পরিবারের মুখে হাসি ফুটানো যায় ।
পাশা-পাশি প্রত্যেক মেম্বারদের নিজেদের কাজ সর্ম্পকে অবহিত করা হয়েছে । যার ফলশ্রুতিতে সংস্থার কাজ আরো বেগবান হবে বলে জানান সংস্থাটির নেতৃবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: elfbar
Pingback: Buy Villa Phuket
Pingback: กิฟฟารีน
Pingback: diyala project