ইবি প্রতিনিধি
করোনাকালীন বাধাকে মোকাবেলা করে একাডেমিক কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অনেক দেশ আজ করোনাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সার্বিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি পাঠদানের ক্ষেত্রে বর্তমানে চলমান অনলাইন কার্যক্রমকে আরো বেগবান করবার জন্য উপস্থিত বিভাগীয় প্রধানদের প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, বর্তমান সরকারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর দক্ষ নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তাই আজ এই করোনাকালীন সময়ে মতবিনিময় সভায় অনেক বিভাগীয় প্রধানেরা স্বশরীরে উপস্থিত না থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যামে মতবিনিময় সভায় সংযুক্ত হয়েছে।
তিনি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই দুর্যোগকালীন সময়ে একাডেমিক কার্যক্রমকে চলমান রাখার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান ও বিভিন্ন বিভাগের সভপতিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারঃ) এস. এম আব্দুল লতিফ, অতিরিক্ত রেজিস্ট্রার(ভারঃ) ড. মোঃ নওয়াব আলী ও আইসিটি সেলের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
২ মন্তব্য
Pingback: Gate of Olympus
Pingback: PK789 สล็อตเว็บตรงใหม่ล่าสุด