ইবি প্রতিনিধিঃ
করােনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় ক্লাশ ও পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩ দিন পূর্বে তা শিক্ষার্থীদের জানানো হবে।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণপূর্বক নিজ নিজ ঘরে অবস্থান এবং নিজ উদ্যোগে পাঠক্রম, সামগ্রিক বিষয়ে অধ্যায়ন ও সীমিত পরিসরে
হলেও শরীর চর্চার পরামর্শ দেয়া হয়েছে।
সরকারী সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী ২৫ এপ্রিল ২০২০ খ্রি. পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহের সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়েছে। তবে মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোন প্রয়ােজনে “করােনা প্রতিরােধ সেল”এর সাথে যােগাযােগ (০১৭২৭-৩০০১১৯) করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তের আলোকে গত ১৮ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হলসমূহ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পরে ২১ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪৯(ক) তম জরুরি সিদ্ধান্ত মোতাবেক ২২ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে। পরে আবার ১৪ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, হল এবং অফিসসমূহ বন্ধের তারিখ বৃদ্ধি করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: 1xslots argentina
Pingback: купить трусы стринги
Pingback: Apply FDA registration Thailand
Pingback: หนองใน