প্রচ্ছদ / প্রচ্ছদ / আইওএস ১৪: পর্দার কোণায় রঙিন ডটের মানে কী?

আইওএস ১৪: পর্দার কোণায় রঙিন ডটের মানে কী?

চলতি সপ্তাহেই আইফোনের জন্য নতুন আইওএস ১৪ উন্মুক্ত করেছে অ্যাপল। নতুন আপডেটের পর পর্দার ওপরে ডান দিকে কমলা বা সবুজ রঙের একটি ডট দেখতে পাচ্ছেন অনেক আইফোন গ্রাহক। কিন্তু এই ডটের অর্থ হয়তো অনেকেরই অজানা।

ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদন বলছে, কোনো অ্যাপ যখন আইফোনের মাইক্রোফোন ব্যবহার করবে তখন কমলা রঙের ডট দেখানো হবে।

আবার কোনো অ্যাপ যদি ডিভাইসের ক্যামেরা ব্যবহার করে, তবে সবুজ রঙের ডট দেখানো হবে।

অ্যাপল বলছে, “যখনই কোনো অ্যাপ আপনার ডিভাইসের মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করবে তখনই পর্দার ওপরে এই চিহ্ন দেখানো হবে। সম্প্রতি কোনো অ্যাপ যদি মাইক্রোফোন বা ক্যামেরা ব্যবহার করে থাকে তবে কন্ট্রোল সেন্টারে আপনি তা দেখতে পারবেন।”

গ্রাহক যখন পর্দায় ডট দেখতে পাবেন তখন কন্ট্রোল সেন্টার থেকে দেখে নিতে পারবেন, কোন অ্যাপ গ্রাহকের ওপর নজরদারি করছে।

অ্যাপল ছাড়াও তৃতীয় পক্ষের কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করলেও ডট দেখানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়াও নতুন আপডেটের ফলে অ্যাপ ইনস্টল করার সময়ই আলাদাভাবে মাইক্রোফোন বা ক্যামেরার জন্য অনুমোদন দিতে হবে গ্রাহককে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …