প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / আফজাল হোসাইন মিয়াজী কবিতা ভ্রাতৃত্ব

আফজাল হোসাইন মিয়াজী কবিতা ভ্রাতৃত্ব

ভ্রাতৃত্ব
আফজাল হোসাইন মিয়াজী

এসো ভাই চলো যাই
হাতে হাত রেখে,
মনের যত ভালবাসা
অনুরাগ মেখে।

বুকে বুকে বুক মিলে
চলি মিলেমিশে,
কাজ করি একসাথে
দেশকে ভালবেসে।

নেইকো জাতের ভেদ
আদমের জাত,
কওমী আর আলীয়া
কিসের তফাত?

হিন্দু মুসলিম খ্রিস্টান
যত ধর্ম মতবাদ,
সাদা কালোর মাঝেও
কিসের বিবাদ?

সবার শরীরে দেখো
লাল খুন বয়ে,
মিলেমিশে থাকি সবে
ভাই ভাই হয়ে।

চল কাঁধে কাঁধ মিলিয়ে
ভ্রাতৃত্বের রব তুলি,
মায়া মমতায় জড়িয়ে
হিংসা বিভেদ ভুলি।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …

২ মন্তব্য

  1. Pingback: mtkshetpe.kz

  2. Pingback: geek bar vapes