প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / আলীকদমে একই পরিবারের ২ জন নিখোঁজ

আলীকদমে একই পরিবারের ২ জন নিখোঁজ

বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসটার্মিনাল এলাকার রেজাউল করিমের দুই মেয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া আয়েশা সিদ্দিকা রেশমি (১৪) এবং ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া জুবলি (১২) দু’জনেই আলীকদম ইসলামীয়া দাখিল মাদ্রাসার ছাত্রী। তারা আলীকদম বাসটার্মিনাল নিজ বাড়ী থেকে গত ১-১-২০২০ ইং রোজ বুধবার সকাল আনুমানিক ৮.৩০ এর সময় হারিয়ে গেছে, দুজনের গায়ের রং ফর্সা।কোন হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

এবিষয়ে আলীকদম থানায় মর্তুজা বেগম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন,আলীকদম থানার জিডি নাম্বার- ৬৭/০২-০১-২০২০

যোগাযোগঃ-01834635404/01888498295/01630462769

সবাই কে শেয়ার করার জন্য অনুরোধ রইলো।

এছাড়াও চেক করুন

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য আহত।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান। বান্দরবান সদর উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত …