নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি ও আলোচনাসভার মধ্যদিয়ে ৪৪ তম জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
রবিবার প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে শোক র্যালি বের হয়।
র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপাচার্য ড.হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভার:) এসএম আব্দুল লতিফ।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ছাত্র-উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। পরে নিহতদের মাগফেরাত কামনা করে ও জাতির কল্যাণে দোয়া করেন আ স ম সোয়াইব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, “অমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জানতে হবে সেই সাথে মুকিযুদ্ধের বিপক্ষের শক্তিকেও চিনতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে গভীরভাবে শ্রদ্ধা করতে হবে এবং এর বিপক্ষের শক্তিকে ঘৃনা করতে হবে তাহলেই হওয়া যাবে খাটি দেশপ্রেমিক।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: 電子 菸 推荐
Pingback: султан казино отзывы
Pingback: นำเข้าพัดลม มอเตอร์
Pingback: https://specdomrebenka.kz
Pingback: Diyyyyala yarmok
Pingback: microdose psilocybin 24 capsules LA