প্রচ্ছদ / প্রচ্ছদ / ইবিতে মার্কেটিং বিভাগের আয়োজনে সেমিনার

ইবিতে মার্কেটিং বিভাগের আয়োজনে সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে “কন্ট্রাক্টস ইন অপারেটিং এ বিজনেস : বিলিভেন্স এন্ড সাবস্টেন্স” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মার্কেটিং বিভাগের আয়োজনে ব্যবসায় অনুষদ ভবনের দ্বিতীয় তলায় দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আজ (২৮ আগস্ট) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেন, একটি দেশকে উন্নত বিশে^র স্বাদ পেতে অবশ্যই তাকে নতুন পদ্ধতি, প্রযুক্তি উদ্ভাবন ও তার ব্যবহার করতে হবে। বিশে^ প্রতি মুহুর্তে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে এবং তা ব্যবহৃত হচ্ছে। মার্কেট মেকানিজমে এগুলো কাজে লাগানোর মধ্য দিয়েই গড়ে উঠতে পারে একটি উন্নত জাতি ও তার অর্থনীতি। কারন বিজনেস হচ্ছে অর্থনীতির চাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা। মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া স্কুল অব ল’ ইউনির্ভারসিটি অব ওলংগং এর পোস্ট গ্রাজুয়েট স্ট্রাডিজ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এস এস সোলায়মান। বক্তব্য রাখেন ইবি ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার, ফিন্যান্স এন্ড ব্যংকিং বিভাগের সহকারী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ ও মার্কেটিং বিভাগের প্রভাষক শাহ্ আলম কবির প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী মাহমুদা মাহি ও ইউসুফ আলী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে রিসোর্স পারসন তাঁর মুল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: เน็ต ais

  2. Pingback: escort lefkosa

  3. Pingback: kibris escort