ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক তৃতীয়বর্ষের (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সাময়িকভাবে সারাদেশে একযোগে ফলাফল প্রকাশিত হয়েছে।
জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, এবছর ফাযিল ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় প্রায় ২১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ২০৯৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।
ফাযিল ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮ এর ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.iu.ac.bd) এ পাওয়া যাবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, রেজিস্ট্রার (ভারঃ) এসএম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্লা প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: Buy mushrooms chocolate bars usa
Pingback: Spin Great Rhino Slot
Pingback: blazing crown
Pingback: ดูหนังเมียจริงไร้ชื่อ เมียปลอมได้ใจ
Pingback: diyala project
Pingback: Sweet Bonanza gra
Pingback: cygnus 5 slot