ইবি প্রতিনিধি
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ আল হাদী কর্তৃক ধর্মীয় অবমাননার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
জানা যায়, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক কল অনুষদের ডীন অধ্যাপক ড. সারওয়ার মোর্শেদ। তদন্ত কমিটির সদস্য হিসেবে আছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী ও ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান।
গত ৩১ অক্টোবর ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা) কে ব্যঙ্গ করে সম্প্রতি ফ্রান্সের সরকারি গণমাধ্যমে প্রকাশিত বিতর্কিত পোস্টের পক্ষে অবস্থা নিয়ে একটি অশোভন মন্তব্য করেন ওই শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে বিভাগীয় একাডেমিক কমিটি।
উক্ত বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত উদঘাটন পূর্বক এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে