
আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই। আজ ২৪ শে এপ্রিল ২০২০ খ্রিঃ উন্মেষ সাহিত্য সাময়িকী’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ থেকে এক বছর আগে শ্রদ্ধেয় বড় ভাই সাংস্কৃতিক কর্মী ও আঞ্চলিক ইতিহাস গবেষক, প্রভাষক ইকবাল কবির লেমন’কে উপদেষ্টা সম্পাদক ও আরেক বড় ভাই, গল্পের মানুষ সাকি সোহাগ কে নির্বাহী সম্পাদক বানিয়ে শুরু হয় আমাদের এগিয়ে চলা।
সুস্থ ধারায় সাহিত্যকে বিকাশিত করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। আমরা প্রথমে অনলাইনে কার্যক্রম চালালেও বছরে নিয়মিত চারটি বিশেষ সংখ্যা বের করার উদ্যোগ নেই। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে বিশেষ সংখ্যা ‘অমর একুশে’ বের করি।
২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ‘অম্লান স্বাধীনতা’ নামে আরেকটি বিষেষ সংখ্যা বের করার উদ্যোগ নেই। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে তা সম্ভব হয়নি। তবে আমরা আশাবাদি খুব শীগ্রই এই বৈশ্বিক মহামারী কাটিয়ে সুস্থ হবে পৃথিবী, স্বাভাবিক হবে জনজীবন। সেই সাথে এগিয়ে চলবে আমাদের উন্মেষ সাহিত্য সাময়িকীর কার্যক্রম। ভারত বাংলাদেশ মিলে সাহিত্য চর্চায় এক অন্যতম মাধ্যম হয়ে উঠবে উন্মেষ সাহিত্য সাময়িকী। সবার কাছে দোয়া কামনা করে, উন্মেষ সাহিত্য সাময়িকীর পাঠক, লেখক ও শুভাকাক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঘরে থাকুন নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।
সাজেদুর আবেদীন শান্ত
সম্পাদক,
উন্মেষ সাহিত্য সাময়িকী
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: view post
Pingback: play sweet bonanza
Pingback: จองตั๋วรถตู้
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: Rent Go X scooters