প্রচ্ছদ / আন্তর্জাতিক / এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: বিজিবি প্রধান

এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: বিজিবি প্রধান

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ
জাতীয় নাগরিক তালিকা (এনআরসি)
ভারতে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) বিরোধী বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতে চলমান জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম।

দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে ৩ দিনের সফরে দিল্লি যান শাফিনুল। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) প্রধানের সঙ্গে বৈঠকের পর সফরের শেষ দিন যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

সেখানে এনআরসি নিয়ে বিজিবির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শাফিনুল বলেন, এটা (এনআরসি) সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ ও এ নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া সম্পর্কেও তার কাছে জানতে চাওয়া হয়।

এ ব্যাপারে বিজিবি প্রধান বলেন, ভারত সরকার এবং দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় অত্যন্ত ভালো। এর বাইরে আমার কিছু বলার নেই।

তবে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে আরও সতর্ক নজরদারি চালানো হবে বলে জানান শাফিনুল। ভারতে আত্মীয়স্বজন থাকা কিছু বাংলাদেশি নাগরিক সেখানে সঠিক কাগজপত্র না নিয়েই ভ্রমণ ও ফিরে এসেছেন বলেও জানান তিনি। চলতি বছর এ ধরনের ৩শ’ নাগরিককে সীমান্তে আটক করা হয়েছে বলে জানান।

এ সময় রাজশাহী সীমান্তে এক বিএসএফ সদস্য নিহতের ঘটনাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন বিজিবি মহাপরিচালক। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। বিএসএফ প্রধান বিবেক কুমার জোহরিও ঘটনাটি ‘দুঃখজনক’ ও ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেন।

সীমান্তে অনুপ্রবেশ ও অবৈধ লেনদেন ঠেকাতে দুই বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …