প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / কবিতা! কুরবানী আফজাল হোসাইন মিয়াজী

কবিতা! কুরবানী আফজাল হোসাইন মিয়াজী

কুরবানী
আফজাল হোসাইন মিয়াজী

দিকে দিকে বইছে জোয়ার
গাইছে সবাই গীত,
মুসলিম ধরায় খুশির মাতন
এলো কুরবানীর ঈদ!

আত্মত্যাগের উৎসবে আজ
হই সকলে শামিল,
মহান রবের আদেশ নিষেধ
কর সবে তামিল।

লোক দেখানো কুরবানী নয়
ত্যাগের প্রশিক্ষণ,
প্রভুর নামে কুরবানী দাও
পাপের বিসর্জন।

রক্ত গোশত কিছুই দেখেনা
মহা মহীয়ান,
দেখেন শুধু মানব হৃদয়ের
তাকওয়ার প্রমাণ।

বনের পশুর কুরবানী নয়
মনের পশুর বধ,
যাক মুছে যাক হিংসা বিভেদ
জরা জীর্ণতা রদ।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …