ফিরে দেখা
মালিহা নূরেজান্নাত দৃষ্টি
জানো,
আমাদের আবার দেখা হবে
কোনো এক কালে,বা কোনো জন্মে।
ঠিক হঠাৎ করেই দেখা হয়ে যাবে,
সেই প্রথম দেখার তিন মাথার মোড়ে,
কিংবা পুকুর পাড়টাই যেখানে রোজ গোধুলিতে, শুরু হতো অপেক্ষাদের আনাগোনা।
আবার দেখা হবে আবার,
তুমি না চাইতেও দেখাটা হয়েই যাবে,
চোখে চোখ রেখে, দুজন দুজনাতে হারিয়ে যাবো আবার,
তোমার শত অনিচ্ছা সত্ত্বেও, আঙুলে আঙুল ছোবোই আবার।
আমাদের আবার দেখা হবে,
নিজেদের অজান্তেই হবে,
ফুরোবে জানালার পাশে বসে গুনা দিন,
শোধ হবে সব জমিয়ে রাখা ঋণ,
এবারের ফিরে দেখায়,
সাদা শাড়ি রঙিন হবে,
অপেক্ষাদের অবসান হবে,
ঠোঁটের কোণায় কোণায়
ভালোবাসি বলা হবে
আমাদের আবার দেখা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: meet and fuck websites
Pingback: ออกแบบตกแต่งภายในเฉพาะบุคคล
Pingback: como jugar con el bono de 1win
Pingback: ktvvip
Pingback: jokaroom casino login australia
Pingback: แบคดรอปผ้า
Pingback: ปั้มไลค์
Pingback: รับทำแพคเกจจิ้ง
Pingback: retail humidor Canada