প্রচ্ছদ / শিল্প ও সাহিত্য / কবিতা: ফিরে দেখা মালিহা নূরেজান্নাত দৃষ্টি

কবিতা: ফিরে দেখা মালিহা নূরেজান্নাত দৃষ্টি

ফিরে দেখা
মালিহা নূরেজান্নাত দৃষ্টি

 

জানো,
আমাদের আবার দেখা হবে
কোনো এক কালে,বা কোনো জন্মে।
ঠিক হঠাৎ করেই দেখা হয়ে যাবে,
সেই প্রথম দেখার তিন মাথার মোড়ে,
কিংবা পুকুর পাড়টাই যেখানে রোজ গোধুলিতে, শুরু হতো অপেক্ষাদের আনাগোনা।

আবার দেখা হবে আবার,
তুমি না চাইতেও দেখাটা হয়েই যাবে,
চোখে চোখ রেখে, দুজন দুজনাতে হারিয়ে যাবো আবার,
তোমার শত অনিচ্ছা সত্ত্বেও, আঙুলে আঙুল ছোবোই আবার।

আমাদের আবার দেখা হবে,
নিজেদের অজান্তেই হবে,
ফুরোবে জানালার পাশে বসে গুনা দিন,
শোধ হবে সব জমিয়ে রাখা ঋণ,

এবারের ফিরে দেখায়,
সাদা শাড়ি রঙিন হবে,
অপেক্ষাদের অবসান হবে,
ঠোঁটের কোণায় কোণায়
ভালোবাসি বলা হবে
আমাদের আবার দেখা হবে।

এছাড়াও চেক করুন

বইমেলায় আসছে আজহারি’র প্রথম বই

সিএন নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় আসছে ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির প্রথম বই …