প্রচ্ছদ / ক্যাম্পাস / করোনা মৃত জবি কর্মচারির পরিবারের পাশে জবি ছাত্রদল

করোনা মৃত জবি কর্মচারির পরিবারের পাশে জবি ছাত্রদল

জবি প্রতিনিধি:-

করোনায় মৃত্যুবরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম্বুল্যান্স চালক মোহাম্মদ কামাল উদ্দীনের পরিবারের পাশে দাড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ শুক্রবার ছাত্রদলের পক্ষে জবি ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসেত মৃত্যুবরণকারী কর্মচারীর পরিবারের কাছে বিভিন্ন রকমের উপহার সামগ্রী পৌছে দিয়েছেন।

জবি ছাত্রদল নেতা বাসেত বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ “মানুষ_মানুষের_জন্য” এই কার্যক্রমের অংশ হিসেবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম্বুল্যান্স ড্রাইভার কামালের ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা। যেই পরিবারের কর্মক্ষম লোক পৃথিবী ছেড়ে চলে যায় ঐ পরিবার বুঝে হারানোর যন্ত্রণা কি।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ এপ্রিলে এই কর্মচারী মারা গেছেন। ওই কর্মচারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের ড্রাইভার ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …