মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ছাত্রলীগকর্মী রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মালেক হলের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে। এরপর মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সালাম হলের সামনে এসে শেষ হয়।
ছাত্রলীগ নেতা জাহিদ হাসান শুভ বলেন, গতকাল রাকিবের মৃত্যুর সংবাদ সারা বাংলাদেশের ছাত্রলীগকে ব্যথিত করেছে। আপনারা জানেন ৭২ এর সংবিধানে বঙ্গবন্ধু এই জামাত শিবির রাজাকারদের রাজনীতি আইন করে বন্ধ করেছিলো। কিন্তু ৭৫’এ বঙ্গবন্ধুকে হত্যার পর খুনি জিয়া বহুদলিয় গনতন্ত্রের নামে আবারও জামাত শিবির রাজাকারকে রাজনীতিতে পূনবাসন করেছিলো, পরে খালেদা জোট করে সেই রাজাকারদের গাড়ীতে রক্তে কিনা পতাকা তুলে দিছিলো। আমাদের চাওয়া মুজিব বর্ষে ৭২এর সংবিধান অনুয়ায়ী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে বাংলার মানুষকে মুজিববর্ষের উপহার দেওয়া হোক। আর রাকিবের হত্যার সাথে জড়িত জামাত শিবিরের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: ศัลยกรรมตาสองชั้น
Pingback: 電子煙
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: av
Pingback: โคมไฟ
Pingback: essentials fear of god
Pingback: นำเข้าพัดลม มอเตอร์
Pingback: wikipedia reference