চেতনায় একুশ
সাব্বির আহমেদ সোহাগ
একুশ মানে মাতৃভাষা
তোমরা কি ভাই জান?
এর পেঁছনে হাজার ত্যাগের
কিছু কথা শুনো!
দু’শ বছর শোষণ করে ইংরেজ
জমিয়ে উঠেছে বেশ;
দামাল ছেলের হুংকারেতে
নেই যে তাদের লেশ।
এর পর————
পাকিস্তানী শাসকগোষ্ঠীর
বহুমুখী নির্যাতন ;
ধৈর্য্য ধরে সহ্য করেছে
বাঙালী আম জনগণ!
বাংলা মোদের মায়ের বুলি
মোদের মুখের ভাষা!
বায়ান্নতে তা কেঁড়ে নিতে
হায়নারা করেনি কোন্ঠাষা।
এখন কি আর বসে থাকবে
স্বাধীনচেতা মন;
ভাষার জন্যে যুদ্ধে যাবে
লড়বে আ-মরণ।
ভাষার জন্যে রাজপথে আজ
আন্দোলনের ডাক,
বরকত,সালাম,রফিক জব্বরসহ
লাখ তরুণের ঝাঁক।
ভাষার জন্যে হাসিমুখে যারা
বিলিয়ে দিয়েছে প্রাণ,
ফিরিয়ে এনেছে মায়ের বুলি
এরাই জাতির সূর্যসন্তান।
আজ ভক্তি ভরে স্মরণ করি
শহীদদের আত্মদান,
বাঙালি জাতির গৌরবময় ইতিহাস;
রবে চির অম্লান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: daha çox oxuyun
Pingback: слотика казино зеркало
Pingback: ร้านขายเครื่องมือช่าง
Pingback: พิสตาชิโอ เพสท์
Pingback: บาคาร่าเกาหลี