জবি প্রতিনিধি।
আগামী এক মাসের সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন হতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ছাত্রহলের নির্মাণ কাজ শেষ করতে এক মাসের আল্টিমেটাম দেয়া হয়।
আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা মোহাম্মদ রাইসুল ইসলাম নয়ন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছিল। তারপর আবার বলেছিল জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের পর দুই মাসের ভেতর ছাত্রীহলের কাজ শেষ করা হবে। অথচ, এখনও এটা নিয়ে প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। কীভাবে দাবি আদায় করতে হয়, তা আমরা অতীতের মতো এবারও দেখিয়ে দিবো ইনশাআল্লাহ।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহলটির নির্মাণ কাজ শেষ হয়নি চারদফা কাজের মেয়াদ বাড়ানোর পরও। ২০১১ সালে শুরু হওয়া প্রকল্পটির ৪র্থ দফার মেয়াদ শেষ হয় ২০১৯ সালের জুনে। তখন প্রজেক্ট ম্যানেজার হেলাল উদ্দিন জানিয়েছিলেন, ২০১৯ সালের ডিসেম্বরের ভেতর নির্মাণ কাজ সম্পন্ন হবে। অথচ, আজও শেষ হয়নি ছাত্রীহলটির নির্মাণ কাজ। আজ মঙ্গলবার সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ হয়ে এলেও গ্যাস, পানি ও বিদ্যুৎ লাইনের কাজ এখনও শেষ হয়নি। আর, লিফট লাগানোর কাজ এখনও শুরুই হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বলে আসছে এই হল নির্মাণের কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের; ফলে, এতে আমাদের কোনো হাত নেই। তবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছিল এ বছর জানুয়ারিতে জবির প্রথম সমাবর্তন শেষে দুই মাসের ভেতর ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। কিন্তু কার্যত কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: ชิปปิ้ง
Pingback: casinò winita come giocare responsabilmente
Pingback: ktvvip
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: บุหรี่ไฟฟ้าส่งด่วน
Pingback: Buy Ketamine Hydrochloride Online