প্রচ্ছদ / ঢাকা / জবি উপাচার্যের মাতা আর নেই/জবি উপাচার্যের মায়ের ইন্তেকাল

জবি উপাচার্যের মাতা আর নেই/জবি উপাচার্যের মায়ের ইন্তেকাল

জবি সংবাদদাতাঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর রত্নগর্ভা মাতা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাত ১.১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকায় উত্তর মুগদাস্থ ছেলের বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

উপাচার্যের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি এবং অন্যন্য দফতর।

শোক প্রকাশ করে শিক্ষক সমিতির সভাপতি দীপিকা রানী সরকার বলেন, উপাচার্য মহাদয়ের মায়ের মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শোকাহত। আমরা তাঁর মাগফেরাত কামনা করছি, অাল্লাহ তাকে জান্নাত নসিব করুক । জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শোকসম্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।

আজ বাদ আসর কুমিল্লার হরিপুরে নিজ গ্রামের বাড়িতে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …