প্রচ্ছদ / জাতীয় / জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা কবি মাসুদ পথিকের জন্মদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা কবি মাসুদ পথিকের জন্মদিন

সাজেদুর আবেদিন শান্তঃ

মাসুদ পথিক, বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক, গীতিকার এবং কবি । তিনি নেকাব্বরের মহাপ্রয়াণ” চলচ্চিত্রের জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ২০১৪ সালে। বর্তমানে তিনি “মায়া দ্য লস্ট মাদার” নামক চলচ্চিত্র নির্মাণ করছেন।চলচ্চিত্র টি সম্পর্কে মাসুদ পথিক সিএননিউজের প্রতিনিধি সাজেদুর আবেদিন শান্ত কে জানায় আগের চলচ্চিত্রটির মতই এই চলচ্চিত্র টি দর্শক নন্দিত হবে।চলচ্চিত্রের পাশাপাশি তিনি গান রচনা ও কবিতা লেখেন। এছাড়াও তিনি বঙ্গীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। উল্লেখযোগ্য বই কৃষকফুল, বাতাসের বাজার, ধানের গ্রীবার নিচে কিছু অভিমান, ধানচোর, চাষার পুত, চাষার বচন, দাদার খড়ম, লাঙলের ভূবন, একাকী জমিন, চাষার কাম, ক্লাসের বাইরে থেকে জেনেছি এই কৃষকজন্মের কারিকুলাম, ধানবাজারে এইসব নন্দনবেপারি এন্ড নিউ কলোনিয়াল কোলাহল সহ মোট ২১ টি বই। সিনেমা নেকাব্বরের মহাপ্রয়াণ ২০১৪ আলোর পথের সারথি ২০১৬ মায়া -দ্য লস্ট মাদার ২০১৯ পুরস্কার সিনেমায় ৬ টি জাতীয় পুরস্কারসহ ১২ টি। কবিতায় কালি ও কলম, এসবিএসপি সাহিত্য পুরস্কার সহ ৭ টি। জন্মদিনে সিএননিউজের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …