শামীমুর রহমান, নাঙ্গলকোটঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নে হেসাখাল বাজার “ইকরা ডিজিটাল সেন্টার” এর সত্ত্বাধিকারী পারভেজ হোসেনের বিকাশ দোকান মাধ্যমে এক অসহায় মহিলা থেকে ৩১,০০০ টাকা হাতিয়ে নিয়ে গেছে বিকাশ প্রতারক চক্র। ভিকটিম ওই মহিলার নাম কুলছুম ( ছদ্ম নাম)। সে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ের চরবাড়িয়া হালিয়া গ্রামের বাসিন্দা।
সরেজমিনে গিয়ে জানা যায় ওই মহিলাকে অনেকদিন যাবৎ ফোন দিয়ে আসছিল বিকাশ চক্রের ওই নাম্বার থেকে। ওদেরকে ১৫,৫০০ টাকা পাঠালে তাকে এর সাথে আরো ১০,০০০ টাকা বেশী পাঠাবে এমন লোভ দেখানো হয়।
পরবর্তীতে ওই মহিলা গতকাল সন্ধ্যায় হেসাখাল বাজারে এসে ৩১,০০০ টাকা বিকাশ যোগে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ওই নাম্বার বন্ধ পাওয়া যায়। জানতে পারেন এটা বিকাশ প্রতারক চক্র।
এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে জল্পনা কল্পনার যেন শেষ নেই।
উল্লেখ্যঃ একই গ্রামের মোঃ মাসুম মুন্তাসির অনিক জানান, তার বন্ধুর কাছ থেকেও কিছুদিন পূর্বে প্রতারক চক্র ২১,০০০ টাকা হাতিয়ে নিয়ে যান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
