রবিউল হোসাইন রাজু:–
বিশ্ব যখন আতঙ্কিত মহামারী করোনা ভাইরাস নিয়ে। যার প্রতিরোধে পুরো বিশ্বের মত বাংলাদেশেও বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান,গণপরিবহন’সহ বহু শপিংমল৷ যতই দিন যাচ্ছে ভাইরাস যেন দরজায় করাঘাত করছে! ভীনদেশ হতে বাংলাদেশ, শহর হতে গ্রাম সবখানেই বিরাজ করছে আতঙ্ক। এই দুঃসময়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মত পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন বিশিষ্টজনরা।
তেমনি করোনা ভাইরাস (Covid19) মহামারীতে নিজস্ব অর্থায়নে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের কর্মহীন দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন হেসাখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সুহৃদ এ কে কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক ইকবাল বাহার মজুমদার।
মঙ্গলবার সকাল ১১ টায় সুহৃদ পল্লীতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন হেসাখাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান মজুমদার, আব্দুল হালিম দুলাল, হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাসেল মজুমদার প্রমূখ।
উল্লেখ্য গত কয়েকদিন আগেও করোনা ভাইরাস মহামারীতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
