প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে আহসান উল্লাহর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নাঙ্গলকোটে আহসান উল্লাহর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিএন নিউজ ডেস্ক:-

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা পৃথিবীর মানুষ যখন করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্ধী হয়ে কর্মহীন হয়ে পড়েছেন।ঠিক সেই সময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশকে সম্মান জানিয়ে আজ ১৩ই মে সকাল ১০টায় কুমিল্লার লাঙ্গলকোটে উপজেলা যুবদলের আয়োজনে ২নং পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে সমাজের অসহায় কর্মহীন প্রায় ৩০০ পরিবারের পাশে এগিয়ে এলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও যুবনেতা আহসান উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন লাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু জাফর মেম্বার,ঢাকার তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক রাকিবুল হাসান রুবেল,নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা সালেহ আহম্মদ,কামাল হোসেন,আফজল হক।এসময় আরো উপস্থিত ছিলেন ২নং পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহজালাল,আবুল কাশেম মিয়াজী,মাওলানা দেলোয়ার সহ উপজেলা যুবদল,ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আহসান উল্লাহ বলেন,আমরা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি,উনি আমাদেরকে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ দিয়ে গেছেন।তাই আমাদের আজ এই ক্ষুদ্র প্রয়াস।আমরা লাঙ্গলকোট উপজেলা যুবদল এর আগে উপজেলার সকল ইউনিয়নের মাস্ক,সাবান,গ্লাপ্স ও বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করেছি এবং মানুষের মাঝে করোনা সচেতনতার চেষ্টা করেছি। আমরা সব সময়ই মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …