নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলায় জাতীয় যুব দিবস ২০১৯ উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (১লা নভেম্বর) জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে নাঙ্গলকোট উপজেলায় এক বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ এর আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, নাঙ্গলকোট উপজেলা নির্বাহি অফিসার লামইয়া সাইফুল, এতে আরও উপস্থিত ছিলেন মেয়র মালেক,
,যুব উন্নয়ন অফিসার জনাব শাজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা কুলসুম আক্তার, সমবায় সমিতির অফিসার কেফায়েতউল্লাহ্, ভূমি সহকারি কমিশনার সোহেল রানা,, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয়কুমার প্রমুখ।
প্রথমে র্ালি নিয়ে উপজেলার বিভিন্ন স্পট প্রদক্ষিণ করে, এরপর যুব সমাবেশে বক্তারা বক্তব্য দেন।বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে নাঙ্গলকোট উপজেলাকে মাদকমুক্ত ও আদর্শ উপজেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।এবং সমাজ উন্নয়নে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Bet365 ทางเข้า
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: RELX