শামীমুর রহমান, নাঙ্গলকোটঃ
প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল প্রবাসী কল্যান সংস্থার নিজস্ব আর্থিক সহযোগিতায় অসহায়, দরিদ্র, কর্মহীন ২১০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। ঈদ উপহার বিতরন কার্যক্রম উদ্বোধন করেন ৭ নং হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহাম্মদ ভূইঁয়া।
অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈদ উপহার বিতরন কমিটির সমন্বয়ক মাস্টার মোঃ শাহ্ আলম ও সহকারী সমন্বয়কারী গোলাপ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য জালাল আহম্মদ, ডাঃ জাকির হোসেন, হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক, সাবেক মেম্বার বাবুল, যুবলীগ নেতা কামাল হোসেন, প্রবাসী নাসির হোসেন, রাব্বি, আহসান, সাব্বির প্রমুখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: โปรโมชั่น ALPHABET-ISC
Pingback: Aster Airdrop
Pingback: ufabet789
Pingback: ชื่อมงคล
Pingback: เน็ต บ้าน ais
Pingback: Diyyyyala yarmok
Pingback: Scotia connect login